স্বদেশ ডেস্ক:
মহাকাশ জয়ের পরিকল্পনা করছে পাকিস্তান। এরই অংশ হিসেবে ২০২২ সালের মধ্যে মহাকাশে প্রথম নভোচারী পাঠাবে দেশটি। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, ‘পাকিস্তানের মহাকাশ মিশনের প্রস্তুতি শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি ব্যবহার করবে তারা।’
ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘প্রথম পাকিস্তানি নভোচারী চূড়ান্তের প্রক্রিয়া ২০২০ সালে ফেব্রুয়ারি শুরু হবে। প্রাথমিক তালিকায় থাকছে ৫০ জনের নাম। এটাকে ২৫ এ নামিয়ে আনা হবে। ২০২২ সালে আমরা প্রথম নভোচারী পাঠাব। আমাদের দেশের সবচেয়ে বড় মহাকাশ প্রকল্প হচ্ছে এটি।’
পাকিস্তানের বিমান বাহিনী এই মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।