স্বদেশ ডেস্ক:
রাজধানী পল্টন মোড় ও খামারবাড়ি এলাকার দুই পুলিশ বক্সের পাশে কারা ব্যাগে ভরে দুটি বোমা রেখেছিল তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের শনাক্ত করতে নানা প্রচেষ্টা চলছে। তবে গতকাল এ ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এ দাবি করে। সংস্থাটির ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।
সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটবার্তা ও ওয়েবসাইটে জানিয়েছে, ‘আইএসের দাবি অনুযায়ী ঢাকার দুই পুলিশ বক্সে হামলার উদ্দেশ্যেই বোমা দুটি স্থাপন করা হয়েছিল।’ তবে বিস্ফোরণের আগেই বোমা দুটি ঢাকা মহানগর পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। বোমা দুটিতে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কতটুকু শক্তিশালী ছিল তা পরীক্ষা করতে ইতোমধ্যে আলামত বিস্ফোরক অধিদপ্তরের ল্যাবে পাঠানো হয়েছে।
গত ৩০ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা হামলা এবং ২৬ মে রাতে মালিবাগে এসবি অফিসের সামনে সংস্থাটির একটি পিকআপে বোমা হামলার পরই দায় স্বীকার করে কথিত ইসলামিক স্টেট (আইএস)।