মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

শুটিংয়ে গুরুতর আহত চিত্রনায়ক বাপ্পী (ভিডিও)

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। শুটিংয়ে দৃশ্যধারণের সময় ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়ে জ্ঞান হারান তিনি। আজ বুধবার বেলা ১টার দিকে গাজীপুর জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে। এরপরই বন্ধ হয়ে যায় ছবির শুটিং।

শুটিং ইউনিটের থাকা এক কর্মকর্তা জানান, ছবির দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন নায়ক বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা রশিতে জোরে টান পড়ায় ঘাড় বাঁকা হয়ে যায়। এ সময় মারাত্মকভাবে মাংসপেশিতে আঘাত পান বাপ্পী। এখন আপাতত শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন তিনি।

এদিকে, বেলাল সানির পরিচালনায় ‘ডেঞ্জার জোন’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও জলি। এছাড়াও আছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথী, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ