শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, শিশুসহ নিহত ২২

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, শিশুসহ নিহত ২২

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী এবং শিশুসহ ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।

পাকিস্তান পুলিশের বরাতে ডন জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে পাকিস্তানের পালান্দ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ সিটের ওই বাস ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বালোচের এক এলাকা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। ৭ কিলোমিটার যাওয়ার পর বাসটি ব্রেক ফেল করে প্রথমে পাহাড়ের গায়ে ধাক্কা খায়, এরপর গড়িয়ে প্রায় ১ হাজার ৬৪০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়।

পালান্দ্রির উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাতজন বলে জানালেও পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে। পুঞ্চ জেলার ডিআইজি রাশিদ নাইম খান জানান, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনকে কোটলি জেলার হাসপাতালে ও তিনজনকে বালোচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877