শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

স্বদেশ ডেস্ক: কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন (২৪)। গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের ওজন কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। প্রসূতি সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫-৬ মাসের মাথায় সাদিয়া সন্তান প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ শিশুর প্রসবে অনেক ঝুঁকি ছিল।

তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছেন।

শিশুদের ছোট ফুফু রাবেয়া খাতুন বলেন, সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে আসি। আমরা খুবই খুশি। নরমালে বাচ্চা জন্ম দিয়েছে। শিশুর মা সুস্থ আছে।
শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালের ৩০ জুলাই কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করেন সোহেল রানা। সোহেল রানা একই উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি কলেজপাড়া এলাকার সামাদ আলীর ছেলে।
তিনি আরও বলেন, খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না। মা সুস্থ আছে। কিন্তু শিশুদের ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলছেন চিকিৎসক। শিশুদের অক্সিজেন চলছে। তারা শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা বলেন, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছেন কিন্তু শিশুরা ঝুঁকিতে আছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাদের ওজন ৫০০-৬০০ গ্রাম। তবে মা সুস্থ আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877