স্পোর্টস ডেস্ক:
চমক দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এসেছে আফ্রিকা মহাদেশের দেশ নামিবিয়া। মূল পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর এবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুই ম্যাচের একটিতে জয় পাওয়া আফগানদের হারিয়ে চমক চলমান রাখার প্রত্যয় নামিবিয়ার। সেই লক্ষ্যে আজ রোববার বিকেল ৪টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। এ ছাড়াও মুজিব উর রহমান ফিট না থাকায় তার জায়গা নেওয়া হয়েছে হামিদ হাসানকে।
নামিবিয়া একাদশ :
ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
আফগানিস্তানের একাদশ :
হজরতউল্লাই জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, হামিদ হাসান, নাভিন উল হক ও করিম জানাত।