স্বদেশ ডেস্ক: বিদেশে পাচার হওয়ার কবল থেকে রক্ষা পেয়েছে ২৩ নারী। রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব নারীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।। ওই ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করছে একাধিক চক্র। র্যাবের অভিযানে কয়েকটি চক্রের কিছু সদস্যও গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী বেশ কয়েকজন নারীকেও।