মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

প্রেমে পড়েননি সারা!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সারা আলি খান। ব্যক্তিগত জীবনে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এই অভিনেত্রী এবার জানালেন, কখনই প্রেমে পড়েননি তিনি! সম্প্রতি সোশ্যাল মিডিয়া তারকা কুশা কাপিলার ‘টিন্ডারস সোয়াইপ রাইড’ সিরিজে হাজির হয়েছিলেন সারা। এই সময় কখনো প্রথম দেখায় প্রেম হয়েছে কিনা জানতে চাওয়া হয় সাইফকন্যার কাছে।

উত্তরে তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়; কিন্তু আমি কখনো প্রেমে পড়িনি, প্রথম দেখায় প্রেম তো দূরের কথা; সারার জীবনে প্রেম আসেনি, সারার ক্ষুধা লাগে, সারাকে কফি খাওয়াও- এগুলো বলে আমাকে সবাই জ্বালাতন করে।’ প্রেমের জন্য কেমন ছেলে পছন্দ প্রশ্ন করলে তিনি জানান, সৎ ও নিষ্ঠাবান ছেলেই তার সবচেয়ে পছন্দ। ডেট করতে গেলে সেখানে মজা ও বুদ্ধিমত্তার মিশেল থাকতে হবে।

সারা বলেন, ‘কেউ ভেতরে এক রকম, বাইরে অন্য রকম-তা হলে চলবে না। সবকিছু সততা, ইমানদারি ও মনোযোগ দিয়ে করতে হবে।’ বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’ ও দিনেশ বিজনের একটি সিনেমায় দেখা যাবে তাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ