রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে জিডি

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে জিডি

স্বদেশ ডেস্ক:

পূজামণ্ডপে হামলায় মদদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মামলার আবেদন করলে পুলিশ তা জিডি হিসেবে গ্রহণ করে।

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ দল গঠনের একদিন পরই এর দুই নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমানের বিরুদ্ধেও জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, ‘বিষয়টি নৈতিক ও সাইবার ক্রাইম সংক্রান্ত। তাই আমরা প্রাথমিকভাবে এটি জিডি হিসেবে গ্রহণ করে সাইবার ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সাইবার ডিপার্টমেন্টের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মামলার আবেদনে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের ইন্ধনে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার নির্দেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালায়। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়।’

আরও বলা হয়, ‘নূরুল হক নুর চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন, যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালের হিন্দু সংখ্যালঘুদের মন্দিরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নূর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গং এর প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই তিন জন আসামি সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে বিধায় মামলা রুজু করা আবশ্যক।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877