মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীনগরের ওসি প্রত্যাহার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্বদেশ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশানুসারে গতকাল বুধবার তাকে প্রত্যাহার করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মুন্সিগঞ্জ নির্বাচন অফিস থেকে নয় বরং ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ নেই।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে তাই তিনি জেলা সদরে গেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ