মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

ট্রাম্পকে ইমপিচ করবোই : রাশিদা তালিব

ট্রাম্পকে ইমপিচ করবোই : রাশিদা তালিব

স্বদেশ ডেস্ক: আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার অঙ্গীকার ব্যক্ত করলেন দেশটির ডেমোক্র্যাটিক দলীয় মুসলিম এমপি রাশিদা তালিব। ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ না করে আমি কোথাও যাচ্ছি না। ট্রাম্পের সর্বশেষ বর্ণবাদী টুইটের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার আবারো চার অভিবাসী নারী এমপিকে উদ্দেশ্য করে বর্ণবাদী টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প । তিনি লিখেছেন, ‘আমি মনে করি না যে এই চার নারী এমপি আমাদের দেশকে ভালোবাসতে সক্ষম। তারা ডেমোক্র্যাটিক পার্টিকে ধ্বংস করছে’।

এর কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন, এই চার অভিবাসী এমপি যেসব দেশ থেকে এসেছে সেসব দেশ দুর্নীতি গ্রস্থ। তাদের যুক্তরাষ্ট্র ভালো না লাগলে দেশে ফিরে যাক। ট্রাম্পের মুসলিম ও অভিবাসী বিদ্বেষী বক্তব্য ও নীতির সমালোচনা করায় তিনি এই কথা বলেন।

এবারের মধ্যবর্তী নির্বাচনে চার অভিবাসী নারী এমপি নির্বাচিত হয়ে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যোগ দিয়েছেন। তাদের মধ্যে দুজন মুসলিম। একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব, অন্যজন সোমালী উদ্বাস্তু পরিবারের সন্তান ইলহান ওমর। এই দুজন নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিতর্কীত নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ট্রাম্পের সর্বশেষ টুইটের জবাবে সোচ্চার হয়েছেন রাশিদা তালিব। একটি সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রেসিডেন্টকে ইমপিচ না করে আমি কোথাও যাচ্ছি না’।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোন বিতর্কীত কাজ করলে পার্লামেন্টে এমপিরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে ইমপিচ(অভিশংসন) করে ক্ষমতা থেকে সরাতে পারেন। তবে এজন্য পার্লামেন্টে উভয় কক্ষে বিষয়টি ভোটে পাস হতে হবে। ইতোমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচ প্রস্তাব কয়েকবার উঠেছে মার্কিন পার্লামেন্টে। যদিও তা এমপিদের ভোটে পাস হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877