বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

গুরুত্ব পাবে করোনা জলবায়ু ও অবৈধদের ফেরানো

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

স্বদেশ ডেস্ক:

অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো, কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ আরও কয়েকটি ইস্যুকে গুরুত্ব দিয়ে আজ মঙ্গলবার ব্রাসেলসে চতুর্থ কূটনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গুনার উইগান্ড ইইউয়ের নেতৃত্ব দেবেন। সংলাপে বাংলাদেশ ইউরোপের ২৭ দেশের এই জোটের সঙ্গে কৌশলগত সম্পর্কোন্নয়নে জোর দেবে।

জানা গেছে, করোনা মহামারীসহ নানা কারণে ইইউর সদস্য দেশগুলোতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোসহ তাদের পরিচয় যাচাই ধীর গতিতে এগোচ্ছে। এতে অসন্তুষ্ট ইউরোপীয় কমিশন বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছিল। তবে গত কয়েক মাসে বাংলাদেশ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ যেন এ ধারা অব্যাহত রাখে সেটি দেখতে চায় ইইউ। আজকের সংলাপের আলোচ্যসূচিতে বিষয়টি ইইউর অগ্রাধিকারের তালিকায় থাকবে। বাংলাদেশও এ বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করবে। এ ছাড়া আলোচনায় করোনা মোকাবিলায় সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য ইইউয়ের নতুন উন্নয়ন সহায়তার বাজেট, কর্ম পরিবেশের নিরাপত্তাসহ শ্রমিক অধিকার সুরক্ষার স্বার্থে প্রতিশ্রুত পদক্ষেপ গ্রহণের অগ্রগতি ও মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইইউর সঙ্গে কৌশলগত সম্পর্কোন্নয়ন চায় বাংলাদেশ। একই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় জোটে কীভাবে লাভবান হওয়া যায় তা নিয়ে আজকে আলোচনা হবে। এ ছাড়া আলোচনা হবে জিএসপি প্লাস ও নতুন জিএসপি গাইডলাইন নিয়েও। আমেরিকার ইন্দো প্যাসিফিক করিডর বা ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে অন্যতম অংশীদার ইইউর দেশগুলো। এই জোট বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিয়ে থাকে। তাই আগামী দিনে বাংলাদেশ উভয়ের কাছ থেকে কীভাবে লাভবান হতে পারে তার আলোচনা হতে যাচ্ছে ইইউ-বাংলাদেশ চতুর্থ কূটনীতিক সংলাপে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইইউ এবং তাদের সদস্য দেশগুলো ইন্দো প্যাসিফিক পলিসি ঘোষণা করছে। সেখানে আমাদের কী প্রত্যাশা আছে সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি। অথবা ইন্দো প্যাসিফিকে আমরা কীভাবে যুক্ত হতে পারি সেটারও একটা আইডিয়া আমরা তাদের দিতে পারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ