শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনের পর বাড়ি ফিরেই মারধরের শিকার বিএনপিকর্মী মেয়ের জন্য বিশেষ আয়োজন পরীর মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ঢাবি উপাচার্য নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে বিএনপি, আমরা বসে নেই: ওবায়দুল কাদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন
ভারতের বিরুদ্ধে শাপমোচন ঘটালেন ছেলে, গ্যালারিতে কেঁদে ভাসালেন বাবর আজমের বাবা

ভারতের বিরুদ্ধে শাপমোচন ঘটালেন ছেলে, গ্যালারিতে কেঁদে ভাসালেন বাবর আজমের বাবা

স্বদেশ ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে তখন ভারতের বিরুদ্ধে বাবর আজমের নেতৃত্বে পুরনো শাপমোচন ঘটিয়ে নতুন নজির তৈরি করেছে পাকিস্তান। আর ওই সময়ে গ্যালারিতে বসে কেঁদে ভাসাচ্ছিলেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকি। এর আগে কোনো অধিনায়ক যেটা পারেননি, সেটাই তো করে দেখিয়েছেন বাবর আজম। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম কোনো জয় পেল পাকিস্তান। রোববারের আগে একদিনের বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ- কোনো টুর্নামেন্টেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। রোববার বাবর আজমের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপের জিতল তারা। স্বাভাবিকভাবেই আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তার বাবা। আর সেই ভিডিও পাকিস্তানের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে, তা হুহু করে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২০২১ সালের ২৪ অক্টোবর নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার একটি দিন বলেই চিহ্নিত হয়ে থাকবে। ১৩ বল বাকি থাকতে এ দিন ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে, সে টি-টোয়েন্টি হোক বা একদিনের ক্রিকেট, এই প্রথম বার ভারতকে হারাল পাকিস্তান। তাও একেবারে ১০ উইকেটে।

রোববার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমেই দলের ১ রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান শাহিন আফ্রিদি। ১ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর পর আফ্রিদি ফেরান কে এল রাহুলকে। তখন দলের রান মাত্র ৬। দলের ৩১ রানের মাথায় আউট হন সূর্যকুমার যাদব। একমাত্র বিরাট কোহলির ৪৯ বলে ৫৭ এবং ঋষভ পন্তের ৩০ বলে ৩৯ রানের সৌজন্যে ১৫১ রান করে ভারত। বিরাট, পন্ত ছাড়া বাকিরা কেউ ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে সহজে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫২ রান করে নেয় পাকিস্তান।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877