শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

স্বদেশ ডেস্ক:

আশুলিয়ায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর একটি দল। আজ বৃহস্পতিবার ভোরে ধামরাই থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বাবা নুর মোহাম্মদকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন। এ ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ধামরাই থেকে তাকে আটক করে র‌্যাব।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে আফাজ উদ্দিনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব ৪, সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আফাজ উদ্দিন তার বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ