স্বদেশ ডেস্ক:
রং নম্বরে ফোনে পরিচয়। দিনে দিনে মোবাইলে কথা। দু’জনের মধ্যে চেনাজানার পর প্রেমে জড়িয়ে পড়ে তরুণ-তরুণী। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয় বিয়ে। কিন্তু তারপরই ঘটে আসল ঘটনা। তরুণীর সর্বস্ব হাতিয়ে নিয়ে গাঢাকা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
তরুণী বলেন, পরে ঢাকা সিটি কর্পোরেশন ৩৬ নম্বর ওয়ার্ড মুসলিম বিবাহ তালাক রেজিষ্ট্রার ও কাজীর কাছ থেকে ২০২০ সালের ১ নভেম্বর দু’লাখ টাকা কাবিন মূলে বিবাহ করেন। বিয়ের কিছু দিন ভালোভাবে সংসার করলেও আমার কাছ থেকে পালিয়ে তার মা সলতা রানী ঘরামির মাগুরার বাসায় উঠে ও আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আমি খোঁজ নিয়ে মাগুরা এসে অনেক কষ্টে তার ঠিকানা যোগাড় করার পর আমার সাথে আবারো ঢাকায় যান এবং ২০২১ সালের ২ জুন ঢাকা কোতয়ালীর ১৪ নম্বর কোর্ট হাউজ স্ট্রিটের মুসলিম বিবাহ রেজিষ্ট্রার ও কাজী মোঃ সাদেক উল্লাহ ভুঁইয়ার কাছ থেকে পুনরায় ৫ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।
এ বিষয়ে বিজয় ঘরামির মুঠোফোনে যোগাযোগ করা হলে সে প্রকাশ করে তাকে বিয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে প্রকাশ করে।