স্বদেশ ডেস্ক:
উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে দ্বৈত গান গাইতে যাচ্ছেন পড়শী। ‘মনের গহীনে’ শিরোনামের গানটি এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় এই গায়ক। আর চলতি সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেবেন পড়শী। সুদীপ কুমার দীপের কথায় এর সুর-সংগীত করেছেন শ্রী প্রীতম।
পড়শী বলেন, ‘ছোটবেলা থেকে আমি তার গানের অন্ধ ভক্ত। তার গানগুলো আজও গুনগুন করে গাওয়া হয়। গুণী এই মানুষটির সঙ্গে গাওয়ার সুযোগ পাবো, ভাবিনি। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, কুমার শানু-পড়শীর ‘মনের গহীনে’ গানটি নিয়ে একই শিরোনামে তৈরি হবে একটি টেলিছবি। এটি নির্মাণ করবেন এ আর শাহমির।
নির্মাতা জানান, গানটি ভালো লেগেছে বলে এটি টেলিছবিতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর গল্পটিও সেভাবে তৈরি করা হয়েছে। এর শুটিং হবে আগস্টে। খুব শিগগিরই অভিনয় শিল্পীদের নাম জানানো হবে।