শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভেজাল সারে ছেলের জরিমানা, পিতার আত্মহত্যা

চুয়াডাঙ্গায় ভেজাল সারে ছেলের জরিমানা, পিতার আত্মহত্যা

nghclM cengj:

চুয়াডাঙ্গায় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সারসহ ছেলে আটক হয়ে জরিমানা দেয়া ছেলের সাথে অভিমান করে বিষপান করা পিতা অবশেষে মারা গেলেন। রোববার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতৃবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ ও সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের নয়ন ট্রেডার্স থেকে ৭৩ বস্তা ভেজাল টিএসপি সারসহ আটক হন দোকান মালিক নয়ন আহমেদ। পরে জব্দ ওই ৭৩ বস্তা ভেজাল সার ধ্বংস করাসহ নয়ন ট্রেডার্সের লাইসেন্স জব্দ এবং দোকান মালিক নয়ন আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ‘অভিযুক্ত নয়ন আহমেদ ঝিনাইদহের শৈলকুপা এলাকার জনৈক নাজমুলের কাছ থেকে এসব সার সংগ্রহ করেন বলে অভিযোগ পেয়েছি। এগুলো সংরক্ষণের দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ভেজাল সার ধ্বংস ও দোকানের সার বিক্রির লাইসেন্স জব্দ করেছি।’

এবিষয়ে রবিউলের ভাই রেজাউল মেম্বার বলেন, ‘আমার ভাই হঠাৎ করেই বিষপান করেন। আমরা চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া নিচ্ছিলাম পথিমধ্যে তিনি মারা যান।’

আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু রুজু হয়েছে বলে চুয়াডাঙ্গা সদর থানার উিউটি অফিসার এসআই মহাব্বত নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877