রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

মধ্যরাতে পল্টন পুলিশবক্সের সামনে থেকে বোমা উদ্ধার

মধ্যরাতে পল্টন পুলিশবক্সের সামনে থেকে বোমা উদ্ধার

স্বদেশ ডেস্ক: রাজধানীর পল্টন মোড়ের পুলিশ বক্সের সামনে থেকে গতকাল গভীর রাতে একটি বোমা উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। একটি কার্টনের ভেতর বোমাটি পাওয়া যায়। পরে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ সেখানে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়।

প্রায় একই সময়ে ফার্মগেটের খামারবাড়ীতেও একই ধরনের একটি বস্তু দেখতে পেয়ে সেটি ঘিরেও সৃষ্টি হয় আতঙ্ক। রাত আড়াইটায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাদের তৎপরতা শুরু করে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার মধ্যরাতে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখে সেটির দিকে এগিয়ে যান পুলিশ সদস্যরা। তারা দেখতে পান, কার্টনটির ভেতরে একটি বস্তু। তাতে তারও প্যাঁচানো আছে। এর পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে সেখানে ডাকা হয়। দলটি ঘটনাস্থলে পৌঁছে বোমাটির বিস্ফোরণ ঘটায়।

এর কিছুক্ষণ পর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ী প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পল্টনের মতো একই ধরনের একটি কার্টনসদৃশ বস্তু দেখা যায়। ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। রাত দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বোমা কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877