শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়াতে যশকে ‘স্বামী’ হিসেবে স্বীকার নুসরাতের!

সোশ্যাল মিডিয়াতে যশকে ‘স্বামী’ হিসেবে স্বীকার নুসরাতের!

বিনোদন ডেস্ক:

নুসরাতের সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার জায়গায় দেখা গিয়েছিল দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম। তারপর থেকেই নানামহলে কানাঘুষো হয়েছে। কম-বেশি সকলের মনেই প্রশ্ন ছিল, তবে কি চুপিচুপি বিয়েটাও সেরে ফেলেছেন যশ-নুরসত? এ নিয়ে সরাসরি কোনো দিনই মুখ খোলেননি তারা। তবে যশের জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে ‘স্বামী’ বলে স্বীকার করে নিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী!

নিশ্চয়ই ভাবছেন, কী বিশেষত্ব ছিল সেই কেকে? যশের জন্মদিনের নুসরাতের দেয়া কেকের উপর লেখা ছিল ওয়াই-ডি (YD) অর্থাৎ যশ দাশগুপ্ত। তার নিচে লেখা ‘হাজব্যান্ড’, এরপর লেখা ‘ড্যাড’। কেকে লেখা ‘ড্যাড’ শব্দের কারণ সকলেরই জানা। কিছু দিন আগেই বাবা হয়েছেন যশ। নুসরাতের সন্তানের বার্থ সার্টিফিকেটে ছিল তারই নাম। আর কেকে লেখা ‘হাজব্যান্ড’ উসকে দিল জল্পনা। সত্যিই কি বিয়ে সেরেছেন যশরাত? এই প্রশ্নের উত্তর উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরাতের সঙ্গী ছিলেন যশ।
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877