স্বদেশ ডেস্ক: শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুরকোটা গ্রামের একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্ষিতিশ মাহাতো (৪৫), গুদু মাহাতো (৪২) ও পলাশ (৪০)। নিহতরা সবাই চুরকোটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ির পল্লীবিদ্যুতের একটি খুঁটি থেকে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেন ভাইভাই ডেকোরেটর্স-এর স্বত্ত্বাধিকারী মো. আলমগীর হোসেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো ওই তারে জড়িয়ে যান ক্ষিতিশ মাহাতো, গুদু মাহাতো, পলাশ ও বুজন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গুদু মাহাতো ও পলাশ। গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।