মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
আজ একটু ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ দেখা দিতে পারে।
আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তির যোগ রয়েছে। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়।
বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ। কোনও আত্মীয়ের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।
আজ কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হওয়ায় চিন্তা। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য সময়টা খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
ধর্ম সংক্রান্ত আলোচনায় শান্তি পেতে পারেন। আজ অযথা ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল পাবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে।
কুটিল মনভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।
ব্যবসায় কোনও লোকের খারাপ ব্যবহারের সম্ভাবনা। সম্পত্তির ব্যাপারে অশান্তি। সন্তানের ব্যাপারেও অশান্তির যোগ। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে।
শত্রুরা আজ আপনার কাছে পরাজিত হবে। রাজনৈতিক নেতাদের শুভ দিন। কোনও জনসমাবেশ চিত্তাকর্ষক বক্তি বা জনতার হাততালি পাবেন। বন্ধুমহলে এবং বাড়িতে আজ আপনি প্রশংসা পাবেন।
ব্যবসায় সততা বজায় রাখুন। মনে রাখবেন সততার মাধ্যমেই আপনি এত দূরে পৌঁছেছেন। স্বামী স্ত্রীর ছোট ক্যান্ডেলাইট ডিনারের সম্ভাবনা। ছাত্র-ছাত্রীর আলসেমির জন্য ক্ষতি।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আজ কোনও কাজের জন্য শুভ যোগাযোগ হতে পারে। স্ত্রীর ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। ব্যবসায় ভাল লাভ। ব্যয় বাড়তে পারে। কোনও প্রিয় ব্যক্তির সঙ্গ লাভ। পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ায় কাজের ক্ষতি।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
বিপদে অনেক লোকের সাহায্য পাবেন। ব্যবসায় খুব একটা ভাল ফল পাবেন না। বন্ধুর জন্য কোনও প্রিয় ব্যক্তির সঙ্গে বিবাদ। দিনের শেষে কোনও উপহার পেতে পারেন।