শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

ছেলেধরার পর এবার ‘রক্ত নেওয়া’র গুজব

ছেলেধরার পর এবার ‘রক্ত নেওয়া’র গুজব

স্বদেশ ডেস্ক:

কয়েকদিন ধরেই চলছে ছেলেধরার গুজব। এতে গণপিটুনির শিকার হচ্ছে নিরীহ মানুষ। এ ঘটনায় কেউ নিহত হয়েছেন আবার কেউ কেউ গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যেই এবার ছড়িয়েছে ‘রক্ত নেওয়ার’ গুজব।

গতকাল সোমবার সকালে রাঙামাটি সদরে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ‘রক্ত নেওয়া’র এমন গুজব ছড়িয়ে পড়ে। এ সময় অনেক অভিভাবক বিদ্যালয়ে ছুটে আসে। পরে প্রধান শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিভাবকদের জানান বিষয়টি গুজব।

কয়েকজন অভিভাবক বলেন, হঠাৎ করেই এলাকায় ছড়িয়ে পড়লো স্কুলে কারা এসে যেন রক্ত চাইছে। এমন কথা শোনার পর তারা স্কুলে ছুটে যান। এসে দেখি সব ঠিক আছে।

তবে গুজব ছড়িয়ে পড়ার পর স্কুলের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। তবুও অভিভাবকদের মধ্যে কিছুটা ভয় কাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, সোমবার সকালে রক্ত নেওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত অভিভাবকরা স্কুলে ভিড় জমান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষকরা বিষয়টি গুজব বলে অভিভাবকদের শান্ত করেন।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, ছেলেধরা ও রক্ত নেওয়ার বিষয়টি নিছক ‘গুজব’-বিষয়টি জানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এ ধরনের গুজব ছড়ানো বা অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877