বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে নার্সের বিরুদ্ধে ৮ শিশু হত্যা ও ১০ শিশু হত্যাচেষ্টার অভিযোগ

যুক্তরাজ্যে নার্সের বিরুদ্ধে ৮ শিশু হত্যা ও ১০ শিশু হত্যাচেষ্টার অভিযোগ

স্বদেশ ডেস্ক: যুক্তরাজ্যে ম্যানচেস্টারে লুসি লেটবির (৩১) নামের এক নার্সের বিরুদ্ধে ৮ শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা নতুন জন্ম নেয়াসহ আরো ১০ শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে গতকাল সোমবার তাকে আদালতে তোলা হয়েছে। লুচি এই হাসপাতালের নিওনেটাল ইউনিটে নার্সের দায়িত্বে থাকাকালীন ২০১৫ সাল হতে ২০১৬ সালের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে। এছাড়াও যে ১০ জনকে হত্যার চেষ্টা করা হয় তাদের মধ্যে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে শিশু রয়েছে। তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টার শহরের চেষ্টার হসপিটালে। ২০১৫ সাল হতে ২০১৬ সালের মধ্যে হাসপাতালে পর পর কয়েকটি শিশুর মৃত্যু হয়। পরে লুসিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার তদন্তে করতে নেমে পুলিশ জানতে পারে ঘটনার সাথে লুসি জড়িত, সেই খুন করে এসব শিশুকে। এ ঘটনার জন্য নার্স দায়ী বলে অভিযোগ করেছে চেষ্টার হসপিটাল কর্তৃপক্ষ। কয়েকজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত করতে নেমে লুসি দায়ী বলে প্রমাণ পায়। বর্তমানে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লুসি লেটবির বিচার চলছে। আগামী বছর অক্টোবরে বিচারের রায় হতে পারে বলে জানিয়েছে স্কাই নিউজ। তবে লুসি ৮ শিশু হত্যা ও ১০ শিশু হত্যার চেষ্টা কথা এখনও স্বীকার করেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877