শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

স্বদেশ ডেস্ক:

এ সপ্তাহের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে অবস্থান করে ২৭৬৫ ও ১৫৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৪৮টির, দর কমেছে ২৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে ২১ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877