রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শাহরুখপুত্রের লেন্সের বাক্স, বান্ধবীদের অন্তর্বাস থেকে মাদক উদ্ধার

শাহরুখপুত্রের লেন্সের বাক্স, বান্ধবীদের অন্তর্বাস থেকে মাদক উদ্ধার

স্বদেশ ডেস্ক:

প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তার চোখের লেন্স রাখার বাক্স থেকে উদ্ধার হয়েছে মাদক। তল্লাশির পর এমনই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তার হয়ে জামিনের আবেদন করবেন আইনজীবীরা। আজ অভিযুক্তদের আবারও আদালতে তোলা হবে বলে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যেভাবে মাদক লুকিয়ে ওই প্রমোদতরীতে নিয়ে যাওয়া হয়েছিল, তা দেখে রীতিমতো অবাক তদন্তকারীরা।

এনসিবি সূত্রে খবর, স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও রাখা ছিল মাদক। খুব সহজে যাতে মাদকের হদিস না পাওয়া যায়, মূলত সেই কারণেই তা এমন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান করছে তদন্তকারীরা। এই ঘটনায় আরও কারা যুক্ত আছে, কোথা থেকে এত পরিমাণ মাদক এল, কারা তা নিয়ে প্রমোদতরীতে গেলেন- এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক পার্টি থেকে ১০ জনকে আটক করেছিল এনসিবি। টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেপ্তার হন আরিয়ানসহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্ট। আরমানের পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১৩৩০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877