সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

অভিনেত্রীর বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

অভিনেত্রীর বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

বিনোদন ডেস্ক:

সময় দিয়ে শুটিংয়ে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন নির্মাতা ইউসুফ চৌধুরী।

নির্মাতা বলেন, ‘আমার “বাটার বন” নাটকের জন্য গত ১৯ ও ২০ জুলাই তাসনিয়া ফারিনের সময় নেওয়া ছিল। প্রায় ১৫ দিন আগে নাটকের সারাংশও তাকে পাঠানো হয়। গল্পের সঙ্গে মিল রেখে নাটকের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সেটিও তাকে পাঠিয়েছি। কিন্তু শুটিংয়ের আগের দিন রাত ২টায় তিনি আমাকে জানান, তিনি এই চরিত্রটি করবেন না। এমনকি তিনি একজন সহশিল্পীকেও কাজটি না করার জন্য অনুরোধ করেন। তার এমন আচরণে বেশ ঝামেলায় পড়তে হয়েছে আমাকে।’

নির্মাতার এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিনের সঙ্গে। তিনি বলেন, ‘শুটিংয়ে এক মাস আগে থেকেই পরিচালক আমার সিডিউল নিয়ে রেখেছিলো। নাটকের গল্প শুনে আমি তখনই এর চিত্রনাট্য চেয়েছিলাম। তিনি আমাকে তখন জানান, চিত্রনাট্য রেডি হয়নি। ১১ জুলাই ও তারও আগে, আমি পরিচালককে চিত্রনাট্যের জন্য আবারও নক করি। তখনও তিনি জানান, রেডি হয়নি, হলে আমাকে পাঠাবে। আমি বললাম, তাহলে সিনোপসিসটা পাঠান। তিনি সিনোপসিসটা পাঠালেন, দেখলাম গল্পে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বললাম। তখনই বলেছি, গল্পে পরিবর্তন আনা হলে আমি কাজটি করবো না। উনি ১৯ তারিখ রাত ১২টা ১০ মিনিটে আমাকে স্ক্রিপ্ট পাঠালো। দেখলাম, আমাকে বলা গল্প ও চরিত্রের সঙ্গে এর কোনো মিল নেই। তাই আমি শুটিংয়ে অংশ নেইনি।’

ফারিন আরও বলেন, ‘উনি তো ঠিকই ১৯-২০ শুটিং করেছেন। কিন্তু আমি তো দু’দিন বসে ছিলাম। উনি আমাকে যে গল্প বলেছে সেটা রাখলে, আমি ঠিক শুটিং করতাম। এখন উল্টো উনি সবাইকে বলছে, আমি নাকি শিডিউল ফাঁসিয়েছি, বুঝলাম না। উনার এমন মিথ্যাচারে আমি উনার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

জানা গেছে, সৈয়দ ইকবালের রচনায় ‘বাটার বন’ নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, শাওন, নুসরাত জান্নাত রুহী, ওয়াহিদ ইকবাল মার্শাল, তুরিন ও আজম খানসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877