বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

সবাই নেগেটিভ, রাতেই ঢাকা ছাড়বে টাইগাররা

সবাই নেগেটিভ, রাতেই ঢাকা ছাড়বে টাইগাররা

স্বদেশ ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের জন্য করোনা পরীক্ষা করেছেন স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে ১৪ জন। গতকাল শনিবার নমুনা সংগ্রহের পর আজ রোববার তাদের সবার টেস্টের ফল পাওয়া গেছে। নমুনা দেওয়া সকল ক্রিকেটারই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে। ফলে স্বস্তি নিয়ে আজ রাতেই ওমানের উদ্দেশে রওনা দিবেন মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘গতকাল নমুনা সংগ্রহের পর আজ সবার রিপোর্ট পাওয়া গেছে। পরীক্ষায় সবাই নেগেটিভ, সবাই-ই ওমান যাচ্ছে।’

দলের একদিন আগেই ওমানে গিয়েছে লিটন দাস। যার কারণে গতকাল তার নমুনা নেওয়া হয়নি। এ ছাড়াও আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও ছিলেন এর বাইরে। সাকিব ও মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দিবেন ৯ অক্টোবর। এছাড়া লিটন একদিন আগে স্ত্রীসহ ওমানে গেছেন।

আগামী ২২ তারিখ পর্যন্ত পরিবার সঙ্গে নিয়ে ক্রিকেটারদের থাকার সুযোগ থাকলে, সেটি লুফে নিয়েছেন কেবল লিটনই। তবে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন। বাকি ক্রিকেটাররা আজ রাত সাড়ে ১০টায় ওমানের ফ্লাইটে উঠবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877