স্বদেশ ডেস্ক:
কক্সবাজার টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মাদক কারবারী চক্রের এক রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয় তাকে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা আব্দুল লতিফকে (৬৪) আটক করা হয়। তার কাছে একটি শপিং ব্যাগে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।