শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

ঢাবিতে চিকিৎসাকেন্দ্রে বসে পরীক্ষা দিলেন করোনা আক্রান্ত শিক্ষার্থী

ঢাবিতে চিকিৎসাকেন্দ্রে বসে পরীক্ষা দিলেন করোনা আক্রান্ত শিক্ষার্থী

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবির) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার কয়েকদিন আগে করোনা শনাক্ত হন এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান মুক্তাফি বলেন, ‘গত রোববার ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন। এরপর তিনি অনুরোধ করলে বিজ্ঞান অনুষদের ডিন আমাকে ব্যবস্থা গ্রহণ করতে বলে। পরবর্তীতে ব্যবস্থা সাপেক্ষে চিকিৎসাকেন্দ্রে ওই শিক্ষার্থী পরীক্ষা দেয়। পরীক্ষা চলাকালে রুমের বাহিরে একজন শিক্ষক উপস্থিত ছিল। এ ছাড়া একজন নার্স পিপিই পরিধান করে ওই শিক্ষার্থীর পাশে ছিল।’

দীর্ঘ দুই বছর পর আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। প্রথমবারের মতো ঢাকার বাইরে ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, গ্রন্থাগার, কার্জন হলসহ ক্যাম্পাসের ভেতর ও বাইরের মোট ৭৯টি কেন্দ্রে ৫৮ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন।

‘ক’ ইউনিটে মোট আবেদন করেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আসনসংখ্যা ১ হাজার ৮১৫টি। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৪ দশমিক ৯৯ জন। এদিকে আগামীকাল শনিবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ ও ২৩ অক্টোবরও আছে ভর্তি পরীক্ষা।

‘ক’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে গুজবে কান দেবেন না, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিল। তবে প্রশ্ন সরবরাহ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সবকিছু নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

ভর্তি পরীক্ষায় গুজব রটানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি পরীক্ষার আগের দিন কিছু স্বার্থান্বেষী ব্যক্তি গুজব রটিয়েছে। আমরা এসব প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877