বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন

হালুয়াঘাটে ট্রলি উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলি উল্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের শামছুদ্দিনের পুত্র হারুন আলী (৬০) ও একই এলাকার ওহেদ আলীর পুত্র হাবিবুর (৩০)।

এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা জানায়, ট্রলিতে করে ঢালাই মেশিনসহ ৭ থেকে ৮ জন নির্মাণ শ্রমিক ধারা বাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় নড়াইল ইটাখোলা নামক স্থানে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন গুরুতর আহত হয়। পরে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান খান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অন্যদিকে, ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ