বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ব্রাশ ফায়ারে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার শামুকঝিড়ি এলাকার সামনে আলেকক্ষণ পাহাড়ের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই আওয়ামী লীগ নেতা মংমং থোয়াই মারমা। তিনি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানিয়েছে, রোয়াংছড়ি থেকে আসার পথে শামুকঝিড়ির সামনে আলেকক্ষণ পাহাড়ের মোড়ে তার মোটারসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিঠের পেছনে দুটি গুলি এবং বাম পাশের বগলের নিচে দুটি গুলি চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মোটরসাইকেলে তিনটি গুলির ছিদ্রও দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার। তিনি জানান, আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা তাকে হত্যা করেছে-তা এখনো জানা যায়নি। তবে পূর্ব শুক্রতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।