বিনোদন ডেস্ক:
ঘরে মফিজের তিন বউ। তারা অন্যের বাসায় কাজ করে টাকা আয় করে। আর মফিজ সেই টাকা আরাম-আয়েশে ভোগ করে। তিন বউয়ের চরিত্র তিন রকম। তিন বউয়ের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া খুনসুটি হয়। এসব নিয়ে বিড়ম্বনায় পরে মফিজ। ঘরে তিন বউ রেখে মফিজ চতুর্থ বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠেন। ঘুরছেন ফিল্মের এক উঠতি নায়িকার পেছনে।
এটি বাস্তব কোনো ঘটনা না, ঘটেছে নাটকের গল্পে। হাস্যরসাত্মক এই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন।
নাটকে মফিজের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও আছেন নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, তানভীর মাসুদ, সানজিদা তন্ময়, মিলন ভট্ট, দিলু মজুমদার, মীর শহীদ, সুস্মি আহসান, দাউদ নুর প্রমূখ।
নির্মাতা এস এম শাহীন জানান, সাত পর্বের ধারাবাহিক ‘মফিজের লাইফস্টাইল’ নাটকটি মূলত সামাজিক প্রেক্ষাপটের গল্প। নেট মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি ঈদ-উল আজহার দিন থেকে প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।