বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

টিকটক খপ্পর ঢাকায় অপহৃত ছাত্রী উদ্ধার ময়মনসিংহে

টিকটক খপ্পর ঢাকায় অপহৃত ছাত্রী উদ্ধার ময়মনসিংহে

স্বদেশ ডেস্ক;

টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত ৮ম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই টিকটক গ্রুপের দুজন সদস্য রবিন ও খোকন পলাতক রয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

গতকাল র‌্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ১২ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে

৮ম শ্রেণির ওই ছাত্রী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এর পর আর বাসায় না ফেরায় তার বাবা কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন পরও ওই ছাত্রী বাসায় না আসায় পরে ভুক্তভোগীর বাবা র‌্যাব-৪ বরাবর একটি অভিযোগ করেন।

র‌্যাব ৪-এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। গ্রুপের অন্যতম সদস্য রাজধানী নর্দার আজিজ সড়কে বসবাসকারী গ্রেপ্তার রায়হান একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাতো। তার স্ত্রী ও সন্তান নারায়ণগঞ্জে থাকে। খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে আর রবিন নর্দায় একটি সেলুনে কাজ করে। এই টিকটক গ্রুপের সদস্যরা স্কুলপড়–য়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিপথে পরিচালিত করত।

তিনি বলেন, গ্রেপ্তার রায়হান বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নর্দায় আজিজ রোডের একটি ভাড়া করা বাসায় আটকে রাখে। এর পর ওই ছাত্রীর পরিবার পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে ওই বাসা থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877