মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ার আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

আবদুল গাফফার চৌধুরী স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলার’ প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন আবদুল গাফফার চৌধুরী। সেবার বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে। ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতা ছিল ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিকের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ