রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি: শুভশ্রী

এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি: শুভশ্রী

বিনোদন ডেস্ক:

মা হওয়ার পর প্রথম ছবির শুটিংয়ে নামছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়।

ছেলে ইউভানের বয়স এক বছর হতেই রূপালি পর্দার ক্যামেরার পেছনে ফের দাঁড়ালেন তিনি।

হয়ত আরেকটু আগেই সিনেমায় যোগ দিতে পারতেন। কিন্তু মাঝে দিয়ে করোনায় আক্রান্ত হলে সব কিছুই পিছিয়ে যায়।

ছেলে জন্মের পর সিনেজগত থেকে দূরেই ছিলেন। টুকটাক ফটোশুট আর রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের শুটিং নিয়েই ব‍্যস্ত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, কলকাতার পরিচালক সপ্তাশ্ব বসুর ‘ডক্টর বক্সী’ ছবিতে অভিনয় দিয়ে ফের টালিউডযাত্র শুরু হবে শুভশ্রীর। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম ছবির শুটিং।

ছবিতে একশ্রেণীর অসাধু চিকিৎসকের বিরুদ্ধে লড়তে দেখা যাবে শুভশ্রীকে।

এক বছর পর রূপালি পর্দায় ফেরা প্রসঙ্গে শুভশ্রী বলেন, পরিণীতার পরে আরো একটি অন্য রকম চরিত্র পেলাম। এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি।  তাই এটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ।

শুটিংয়ে ফাঁকে ছোট্ট ছেলেকে কীভাবে যত্ন নেবেন, সেই প্রশ্নে শুভশ্রী বলেন, ‘শুটিংয়ের সময় ইউভানকে সঙ্গেই রাখব। আউটডোর শুট হলেও ছেলেকে নিয়েই যাব। শুটিংয়ের পরিবেশেই বড় হোক ইউভান, এমনটাই চান শুভশ্রী।

পরিচালক সপ্তাশ্ব বসু জানালেন, ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির সাফল‍্য দেখে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করছেন তিনি।  ছবিতে ডক্টর বক্সীর চরিত্রে অভিনয়ের জন্য পরমব্রত চট্টোপাধ‍্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান পরিচালক।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877