স্পোর্টস ডেস্ক:
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও মাঠে নামবে ব্রাজিল। আসন্ন তিন ম্যাচের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে সেলেসাওরা। ইংলিশ ক্লাবগুলোর বাধা থাকলেও ইংল্যান্ডে থাকা ফুটবলারদের নিয়েই দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ তিতের ঘোষিত দলে রয়েছে বেশ কয়েকটি চমক। দলে ফিরেছেন ইংলিশ লিগের সেই ৯ ফুটবলার।
আগামী ৮ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টায় ভেনিজুয়েলার মাঠে খেলতে নামবে নেইমাররা। তিনদিন পর অর্থাৎ ১১ অক্টোবর রাত তিনটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১৫ অক্টোবর ভোর সাড়ে ৬টায় ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে মোট আট ম্যাচের সবকয়টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার সঙ্গে একটি ম্যাচে মাঠে নামার পর চার ফুটবলারের কোয়ারেন্টিন ইস্যুতে সেটি আর মাঠে গড়ায়নি। ওই ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।
বাছাইপর্বে অক্টোবরের তিন ম্যাচের ব্রাজিল দল :
গোলকিপার : আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার : এমারসন (টটেনহ্যাম), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার : কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), গার্সন(অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (লিওঁ),এভারটন রিরেইরো (ফ্লামেঙ্গো ব্রাজিল), এদেনিলসন।
ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), এনটোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি) ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।