মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুর রশিদ ওই ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ শিকারের জন্য ঘর থেকে বের হন। খালপাড় নামক এলাকায় পৌঁছালে রাস্তায় পরে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ