রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

নিউজার্সীতে এশিয়ান এমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির ব্যবস্থাপনায় ‘গনেশ চতুর্থী উৎসব সম্পন্ন

নিউজার্সীতে এশিয়ান এমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির ব্যবস্থাপনায় ‘গনেশ চতুর্থী উৎসব সম্পন্ন

স্বদেশ রিপোর্ট:

গত দশ সেপ্টেম্বর থেকে চৌদ্দ সেপ্টেম্বর, ২০২১  পর্যন্ত আটলান্টিক সিটিতে পাঁচদিন ব্যাপী ‘গনেশ চতুর্থী উৎসবের মধ্যে দিয়ে পথচলা শুরু করল  রেজিস্টার্ড নন-প্রপিট অর্গানাইজেশান এশিয়ান এমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি।যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের লে. গভর্নর শীলা অলিভার পাঁচদিনব্যাপী ‘গনেশ চতুর্থী উৎসব’ এর উদ্ভোধন করেন।গনেশ চতুর্থী উৎসবকে  ঘিরে সাউথজার্সীতে বসবাসরত হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশী এবং ইন্ডিয়ানদের মধ্য তৈরী হয়েছিল সাজ সাজ রব। বর্ণাঢ্য এই  আয়োজনের মধ্যে ছিল গনেশ পুজা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান, সংগীত রজনী, প্রসাদ বিতরণ, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান।

উদ্ভোধনী অনুষ্ঠানে লে. গভর্নর শিলা অলিভার বলেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে থাকে। কারন বিভিন্ন দেশ, জাতি এবং ধর্মীয় সংস্কৃতির সেতুবন্ধনে সমৃদ্ধ হয়েছে নিউজার্সী অঙ্গরাজ্য। তিনি মার্কিন সমাজ বিনির্মানে দক্ষিন এশিয়ান কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। পাঁচ দিনব্যাপী ‘গনেশ চতুর্থী উৎসব’ এর তৃতীয় দিনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। কংগ্রেসম্যান ড্রিউ গনেশ উৎসবের পূজা  মন্ডপ প্রাঙ্গণে ভক্ত এবং সুধী সমাবেশে বলেন,  মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই হচ্ছে পরম ধর্ম। মানবতার কল্যাণ সাধন করাই সব মানুষের ব্রত হওয়া উচিত এবং একই দিন উপস্থিত ভক্ত এবং সুধীবৃন্দের সাথে চলমান নানা ইস্যুতেও মতবিনিময় করেন। উৎসবের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর ভিন গোপাল, এ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, এ্যাসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ, আটলান্টিক সিটি স্কুল সুপারিনটেনডেন্ট ব্যারি কেলওয়েল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট   কমিটির চেয়ারম্যান  মাইক সুলেমান সহ মূলধারার রাজনীতিক ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877