স্বদেশ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে কিশোর গ্যাং ‘ফার্স্ট হিটার বস’-এর ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আজ রোববার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। পরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।