সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

বাসাবাড়ি গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএসসিসি : মেয়র

বাসাবাড়ি গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএসসিসি : মেয়র

স্বদেশ ডেস্ক: এবার বাসায় গিয়ে এডিস মশা ও তার প্রজননস্থল ধ্বংস করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। মেয়র সাইদ খোকন এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বাসাবাড়িতে গিয়ে এডিস মশা ও তার প্রজননস্থল ধ্বংস করা হবে।’

আজ রোববার রাজধানীর কাঁঠাল বাগানে বিশেষ এই কর্মসূচির উদ্বোধনকালে মেয়র একথা বলেন। এ সময় ওই এলাকার কয়েকটি বাড়ি গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করেন তিনি।

মেয়র বলেন, ‘আজ থেকে পক্ষকালব্যাপী বিশেষ প্রোগ্রাম চালু করা হলো। আমাদের ৫৭টি ওয়ার্ডে পরিদর্শক, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যেসব বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা তা ধ্বংস করে দিয়ে আসবেন।’

ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাইদ খোকন বলেন, ‘আপনারা এগিয়ে আসুন। কীভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয় সম্মানিত নাগরিকদের এ কার্যক্রমের প্রশিক্ষণ দেবেন আমাদের প্রতিনিধিরা। প্রতিদিন ৩০টি বাসায় কমপক্ষে ১৭১০টি এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। সেই হিসেবে এই ১৫ দিনে ২৫ হাজার এডিস মশার বংশ ধ্বংস হবে।’

তিনি আরও বলেন, ‘এডিস মশা রাস্তা কিংবা ডোবার নোংরা পানিতে জন্মে না। এডিস মশা বাসার ভেতরে, ছাদের আঙিনায়, পরিত্যক্ত টায়ার বা পানির ট্যাংকে স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। ময়লাযুক্ত পানিতে বংশবিস্তার করে না। তাই এডিস মশা ধ্বংসে জনগণের সচেতনতা ও সর্তক থাকা সবচেয়ে বেশি প্রয়োজন।’

মেয়র সাইদ খোকন আরও বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় মশা যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সবার সহযোগিতা দরকার। এডিস মশার প্রাদুর্ভাব যাতে না বাড়ে, সেজন্য নিজে সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন। সবার প্রচেষ্টায় বর্তমানে বিরাজমান পরিস্থিতি থেকে মুক্ত করে ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারবো।’

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এডিস মশা ও তার প্রজননস্থল ধ্বংস কার্যক্রম শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877