রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

ভারতে ৩০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু

ভারতে ৩০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন, মৃত্যু হয়েছে ৪৩১ জনের।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় এনডিটিভি।

এর আগে বুধবার ২৭ হাজার ১৭৬ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ২৮৪ জনের।

বেশ কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে ভারতে। যদিও মাঝেমধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪৩ হাজার ৯২৮ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৪৭ হাজার জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ৭২ লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৭৩ হাজার ৬৫২ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877