রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশ্বসেরা আক্রমণ ত্রয়ী নিয়ে মাঠে নামা পিএসজিকে রুখে দিল ব্রুজ

বিশ্বসেরা আক্রমণ ত্রয়ী নিয়ে মাঠে নামা পিএসজিকে রুখে দিল ব্রুজ

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা যুগের অবসানের পর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হযেছে। কিন্তু নিজের অভিষেক রাঙাতে পারেননি আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড। বিশ্বসেরা ত্রয়ী নেইমার-এমবাপেদের নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি। উল্টো উজ্জীবিত ফুটবলে তাদের রুখে দিয়েছে ক্লাব ব্রুজ।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করেছে মাওরিসিও পচেত্তিনোর দল।। এররেরার গোলে এগিয়ে যায় পিএসজি। সেখান থেকে ব্রুজকে সমতায় ফেরান হান্স ফানাকেন।

বর্তমান সময়ের তিন সেরা ফরোয়ার্ডকে নিয়ে একাদশ সাজায় পিএসজি। কিন্তু মাঠে ফুটবল নিজেরা নিজেদের ছায়া হয়ে ছিলেন নেইমার, এমবাপে ও মেসিরা। অবশ্য পিএসজির একমাত্র গোলটিতে দারুণ অবদান ছিল এমবাপেরই। ১৫তম মিনিটে এমবাপের ক্রসে পিএসজিকে এগিয়ে নেন এররেরা।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু চকিত মুভে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মেসির পাসে এমবাপে পা ছোঁয়ালেও দারুণ সেভ করেন গোলরক্ষক সিমোন মিনোলে। ২৭তম মিনিটে ফানাকেনের গোলে সমতায় ফেরে বেলজিয়ামের ক্লাবটি। প্রথমার্ধেজুড়ে প্রতিপক্ষে আক্রমণ সামলেই ক্লান্ত হয় পিএসজির রক্ষণ।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে পিএসজি। চোট নিয়ে ৪৯তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে; বদলি নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তাদের নিয়ে শেষের দিকে লড়াই করেও ম্যাচের ফল বদলাতে পারেননি মেসি। ড্র করেই খুশি থাকে ব্রুজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877