শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

ভারতে এক দিনে মৃত্যু ৩৩৯, নিম্নমুখী সংক্রমণ

ভারতে এক দিনে মৃত্যু ৩৩৯, নিম্নমুখী সংক্রমণ

করোনাভাইরাস, ভারত, dailynayadiganta.com, bd news paper

স্বদেশ ডেস্ক:

ফের বড়সড় স্বস্তি ভারতের দৈনিক করোনা পরিসংখ্যানে। একধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরপর তিন দিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী। সেই সাথে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও।
মঙ্গলবারও অ্যাকটিভ কেস কমেছে প্রায় হাজার দশেক। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে পরপর সংক্রমণ এবং অ্যাকটিভ কেসের এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভালোরকম স্বস্তি দিচ্ছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা কম। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯ জন। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৯ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৩ হাজার ২১৩ জন।

গত ২৪ ঘণ্টায় স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসেও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ২০৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৫ কোটি ২২ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লাখের বেশি নাগরিক। সবচেয়ে বড় ব্যাপার হলে দেশের ছ’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যেই ১০০ শতাংশ মানুষ করোনার প্রথম টিকে পেয়ে গিয়েছেন।
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877