স্বদেশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রলীগের উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেসকাত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হয়েছে। তিনি সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ওয়ার্ডে ভর্তি আছেন। তার ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।
তবে কীভাবে গুলি লেগেছে তা জানা যায়নি। মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্র সংসদের ভিপি মারিয়াম জামান খান জানান, মেসকাতকে হল গেটে দেখতে পান। এ সময় তার পা থেকে রক্ত ঝরছিল। পরে তাকে ঢামেকে নিয়ে যান তিনি।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূইয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। কীভাবে তার পায়ে গুলি লেগেছে তা জানি না। বিস্তারিত জানার জন্য একজন শিক্ষক ঢাকা মেডিকেলে গেছেন।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে সূর্যসেন হল গেটে আড্ডা দিচ্ছিলেন মেসকাত। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এ সময় মেসতাকের পা থেকে রক্ত ঝরতে শুরু করে।
আহম মেসকাত এফ রহমান হলের থাকতেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী।
এ ব্যাপারে জানতে সংশ্লিষ্ট থানায় যোগযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।