মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

১৮ ঘণ্টা পর আত্রাই নদীতে নিখোঁজ সেই দম্পতির লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে এক ঘণ্টার ব্যবধানে তাদের মরদেহ দুটি নদীর পানিতে ভেসে উঠে। গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

এর আগে গতকাল রোববার বিকেলে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

জানা গেছে, গত শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। এর মধ্যে স্বামী পারভেজ হোসেনের মরদেহ আজ সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর নদীর ঘাট এলাকায় ভেসে উঠে। এর ঠিক এক ঘণ্টা পর একই স্থানে তার স্ত্রী মিনি আক্তার সোমার লাশ ভেসে উঠে।

এলাকাবাসী নদীতে লাশ ভেসে থাকতে দেখে মহাদেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পারভেজ হোসেন ও মিনি আক্তার সোমার লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নওগাঁর মহাদেবপুরে নদীতে গোসল করতে নেমে স্বামী- স্ত্রী দুজনেই নিখোঁজ হোন। এদিন রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ দম্পতির কোন হদিস করতে পারেনি। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকালে আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার সময় আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে তাদের মরদেহ ভেসে উঠে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ