সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৪ বছর পর ‘ভুলভুলাইয়া’র ছবিতে অক্ষয় কুমার ‘কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে র‌্যাব’ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাজশাহীর দুই জেলায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ, ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা
ইউএস ওপেনের নতুন রানী এমা রাদুকানু

ইউএস ওপেনের নতুন রানী এমা রাদুকানু

স্পোর্টস ডেস্ক:

অবশেষে অবসান হলো নারী এককে ব্রিটেনের ৪৪ বছরের গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা।  ইউএস ওপেনের ফাইনালে লেইলাহ ফার্নান্দেজকে সরাসরি সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন এমা রাদুকানু।

এর আগে চমক জাগিয়ে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেন রাদুকানু ও ফার্নান্দেজ। নিউইয়র্কে দুই কিশোরীর লড়াইয়ের আগেই রোমাঞ্চ ছড়াতে শুরু করে। তবে শেষ হাসি হেসেছেন ১৮ বছর বয়সী রাদুকানু। এই তারকা জিতেছেন ৬-৪ ও ৬-৩ গেমে।

রাদুকানুর আগে, শেষ ব্রিটিশ হিসেবে নারী এককে প্রধান কোনো শিরোপা জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। ১৯৭৭ সালে উইম্বলডন জিতেছিলেন সিঙ্গেলে তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৭৬ বছর বয়সী এই তারকা। এরপর থেকে নারী এককে কোনো ব্রিটিশ প্রধান কোনো শিরোপার নাগাল পাননি। কানাডিয়ান কন্যা ১৯ বছর বয়সী লেইলাহকে হারিয়ে সেই অপেক্ষার ইতি টানলেন রাদুকানু। স্বদেশির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভার্জিনিয়া ওয়েডও।

মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ফাইনালে ওঠে আসেন ১৮ বছর বয়সী রাদুকানো। এই বছরের উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে অভিষেক হয় ব্রিটিশ কন্যার।

এদিকে, ইউএস ওপেন জেতায় ১.৮ মিলিয়ন প্রাইজ মানি পাবেন রাদুকানু। সঙ্গে ব্রিটিশ বাছাইয়ে এক নম্বর তো বটে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উঠে আসবেন ২৩তম স্থানে।

ইউএস ওপেন জিতে বেশ কয়েকটি রেকর্ডও স্মরণ করিয়ে দিলেন এই কিশোরী। নারীদের মধ্যে ভার্জিনিয়া ওয়েডের পরে প্রথম ব্রিটিশ হিসেবে ১৯৬৮ সালের পর ফ্ল্যাশিং মিডোতে শিরোপা জিতলেন রাদুকানু। এ ছাড়া প্রথম বাছাই হিসেবে মুক্ত যুগে স্ল্যাম জিতলেন তিনি।

২০০৪ সালে উইম্বলডন জয়ী মারিয়া শারাপোভার পরে সবচেয়ে কম বয়সী হিসেবে নারীদের স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন রাদুকানু। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ড স্ল্যাম জয়ী ব্রিটিশও তিনি। ইউএস ওপেনের ২০১৪ সালের শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী হিসেবে কোনো সেট হারেননি রাদুকানু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877