মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে যার মাথার দাম ৫০ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে যার মাথার দাম ৫০ লাখ ডলার

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানে ক্ষমতার দখল নেওয়া তালেবান নতুন সরকার গঠন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সিরাজউদ্দিন হাক্কানি, যুক্তরাষ্ট্রে যার মাথার দাম ধরা আছে ৫০ লাখ ডলার।
সিএনএনের খবর, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল কায়েদার যোগসাজশ রয়েছে।

এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় গতকাল মঙ্গলবারও সিরাজউদ্দিন হাক্কানির নাম দেখা গেছে। তাতে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলের হোটেলে বোমা হামলা চালিয়ে ছয় মার্কিনিকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। তাকে ধরিয়ে দিলে কিংবা গ্রেপ্তারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া আছে। ওই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকেও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে হাক্কানির বিরুদ্ধে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877