বুধবার, ০৮ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

পদ্মা সেতু উদ্বোধনের দিন ট্রেন চলাচলে সংশয়

পদ্মা সেতু উদ্বোধনের দিন ট্রেন চলাচলে সংশয়

স্বদেশ ডেস্ক:

আগামী বছরের জুনে উদ্বোধনের দিন পদ্মা সেতু দিয়ে সড়কপথে পরিবহন চললেও ট্রেন চলাচলে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকালে পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পানগাঁওয়ে চায়না রেলওয়ে গ্রুপের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে সড়ক পরিবহন ও ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে। কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অংশ রেলওয়েকে বুঝিয়ে না দিলে এ কাজ যথাসময়ে অর্থাৎ জুনের মধ্যে শেষ হবে না। এতে করে জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করা নিয়ে সংশয় রয়েছে।’

‘এ নিয়ে আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছি। যদি কোনো কারণে আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব না হয়, তাহলে আগামী বছরের ডিসেম্বরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলপথ অংশ চালু করার জন্য আমাদের বিকল্প চিন্তাভাবনা রয়েছে,’ যোগ করেন রেলমন্ত্রী।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। মতবিনিময়কালে রেলমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলসচিব সেলিম রেজা, রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বিভিন্ন অংশের বাস্তবায়ন অগ্রগতি এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করা হয়। যা দেখে সন্তোষ প্রকাশ করেন নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘আমি এ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছি। করোনাকালের মধ্যেও এই বড় প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে।’

জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। যা এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877