বিনোদন ডেস্ক:
‘অপু-জয় প্রডাকশন হাউস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতবার এই প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানের জন্য একটি পাণ্ডুলিপিও জমা দেন তিনি। তবে শেষ পর্যন্ত অনুদান পাননি। মন খারাপ না করে, যারা অনুদান পেয়েছেন এবং জুরিবোর্ডে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অপু।
সম্প্রতি আবারও অনুদানের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। অনেকেই অনুমান করেছিলেন, গতবার অনুদান পাননি বলে এবার আবারও অনুদানের জন্য পাণ্ডুলিপি জমা দেবেন তিনি। তবে তা হচ্ছে না।
অপুর ভাষ্য, ‘এবার আর আমি পাণ্ডুলিপি জমা দেব না। আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি এখনও নতুন। গুছিয়ে উঠতে পারিনি। তাছাড়া হাতে অনেকগুলো সিনেমার কাজ। সেগুলোর পেছনে সময় দিতে গেলে, পাণ্ডুলিপি নিয়ে বসা হবে না। সব মিলিয়ে এবার আর অনুদানের জন্য আবেদন করবো না। ইচ্ছে আছে, বছর দুই পর ফের অনুদানের জন্য পাণ্ডুলিপি জমা দেব।’
এদিকে, সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। এছাড়াও শেষ করেছেন ‘ঈষা খা’ সিনেমার শুটিং। আর মুক্তির অপেক্ষায় আছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। পাশাপাশি কলকাতার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায়ও কাজ করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।