রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারল তালেবান

অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারল তালেবান

স্বদেশ ডেস্ক;

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান অন্তঃসত্ত্বা একজন নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে গতকাল রোববার তাদের স্বজন হারানোর কথা জানান।তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল।

বিবিসি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহে পারিবারিক বাসভবনে তালেবানের হাতে নিহত হন ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নেগার।

নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় এক তালেবান নেতা তাদেরকে বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে কথা বললে প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে স্থানীয় কেউ মুখ খুলছেন না। তবে নিহতের পরিবারের মাধ্যমে বিবিসির হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির এক কক্ষে দেয়ালে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। রক্তাক্ত মরদেহের মুখ ক্ষতবিক্ষত। চেনা যাচ্ছে না।

নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় একটি কারাগারের দায়িত্বে থাকা বানু নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকা তিনজন বন্দুকধারী শনিবার তাদের বাড়িতে আসেন। তারপর পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

এক প্রত্যক্ষদর্শী অবশ্য বিবিসিকে জানিয়েছেন, বন্দুকধারীরা আরবিতে কথা বলছিলেন। তবে আফগানরা পশতু ভাষায় কথা বলে।

ক্ষমতায় এসেই বিরোধীদের প্রতিশোধমূলক হত্যা, বন্দি করে রাখা ও তাদের নানাভাবে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। যদিও ক্ষমতায় এসেই তালেবান আনুষ্ঠানিকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877